৮নং রায়পুর ইউনিয়ন পরিষদ
রায়পুর বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৮নং রায়পুর ইউনিয়ন।
ভৌগোলিক অবস্থান
পীরগঞ্জ উপজেলা থেকে ৪ কিলোমিটার পশ্চিমে পীরগঞ্জ টু খালাশপীর রোডের ধারে বাহাদুরপুর গ্রামে রায়পুর ইউনিয়ন অবস্থিত।[১
রায়পুর ইউনিয়নের অধীনে মোট ২২টি গ্রাম আছে।
- রায়পুর
- পরশুরামপুর
- বড় নিজামপুর
- কানঞ্চগাড়ী
- মহাদীপুর
- ফলিয়া
- ছোট নিজামপুর
- দ্বাড়িকামারী
- শিবপুর
- ছোট উমরপুর
- বাহাদুরপুর
- রোজবাহাপুর
- ধনশালা
- নিয়ামতপুর
- দ্বাড়িকাপাড়া
- গাড়াবেড়
- ধুলগাড়ী
- নখারপাড়া
- সাতগড়া
- কুমারগাড়ী
- চান্দপুর
- বড় বিল
জনসংখ্যার উপাত্ত
রায়পুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩৯৩২ জন। পুরুষ: ১২১৬৬ জন, মহিলা: ১১৭৬৬ জন।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা
ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ
- কলেজের সংখ্যা: ০১ টি
- উচ্চ বিদ্যালয়: ০৫ টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ০৪ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৬ টি
- বে-সরকারী প্রার্থমিক বিদ্যালয়: ০৭ টি
- দাখিল মাদ্রাসা: ০৩ টি
- হাফেজি মাদ্রাসা: ০১ টি
- এবতেদায়ী মাদ্রাসা: ০৩ টি
বাজার
ইউনিয়নটিতে ৩টি বাজার আছে।যথা—
- ছোট ওমরপুর বাজার, রায়পুর, পীরগঞ্জ, রংপুর।
- রায়পুর বাজার, কানঞ্চগাড়ী, পীরগঞ্জ, রংপুর।
- বালুয়া হাট, রায়পুর, পীরগঞ্জ, রংপুর।
দর্শনীয় স্থান
- রায়পুর জমিদার বাড়ী
- ছাছমল সাহেবের মাজার শরিফ
